বইটি সম্পর্কে
বইটির সারসংক্ষেপ
বাজারে বহু রকমের দরজা কিনতে পাওয়া যায়—কোনোটা ডানে/বামে/নিজের দিকে টানলে, কোনোটা বা সামনের দিকে ধাক্কা দিলে খুলে যায়। আবার এমনও দরজা আছে যেগুলো আপনার ভাষা বোঝে, কোড বোঝে—এমনকি সেন্সরসম্পন্ন দরজাও আছে। আপনি কাছাকাছি যাওয়া মাত্র ওয়েলকাম জানিয়ে ভেতরে প্রবেশের পথ করে দেয়। একেক দরজার একেক সায়েন্স। যেটা যেভাবে কমান্ড নেয় সেভাবেই কমান্ড দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ব্যতিক্রম হলে প্রবেশাধিকার বঞ্চিত।
পার্থিব-অপার্থিব যাই বলুন, দুটো সাফল্যের পেছনেই সায়েন্স আছে, প্রসেস আছে, আছে বেশ কিছু প্রিন্সিপল। এর ব্যতিক্রম হলে আপনি সফলতা পাবেন না। ব্যর্থতারও সায়েন্স আছে। বুঝে না বুঝে আমরা সেই প্রসেস ফলো করার দরুন ব্যর্থ, হেরে যাই লক্ষ্যের কাছে।
আলোচ্য প্ল্যানারটি এই সায়েন্সেরই একটি অংশ। কিভাবে প্রতিদিন একটু একটু করে প্রোডাক্টিভ হওয়ার মাধ্যমে একটি প্র্রোডাক্টিভ লাইফ এনজয় করা যায় —তারই সায়েন্স।তবে যেহেতু কোনো ম্যাজিক বুলেট কিংবারকেট সায়েন্স নয় এটি তাই প্ল্যানারটি সংগ্রহ করা কিংবা দুটো সেলফি তোলা মাত্র আপনি প্রেডাক্টিভ, হয়ে উঠবেন—না না এক্সাইটেড হওয়ার মতো এমন কিছু নাই এতে। প্রোডাক্টিভিটি একটি লাইফস্টাইল। একটি প্রসেস। কন্সিস্টেন্ট জার্নির মধ্য দিয়ে প্রোডাক্টিভ হয়তো থাকা যায় কিন্তু এর আলটিমেট কোনো ডেস্টিনেশন নাই যেখানে গিয়ে থেমে গেলে আপনি সবটুকু অর্জন করে ফেললেন। এই প্ল্যানারটি প্রোডাক্টিভিটিগোল-ওরিয়েন্টেড, প্রিন্সিপল গাইডেড, (একমাসের) ডেইলিটু-ডু লিস্ট ফর্মূলা। আত্মিক জীবনের পরম উদ্দেশ্য, জাগতিক লক্ষ্য এবং আপনার প্যাশনের সাথে সমন্বয় করে কীভাবে প্রতিদিন প্রোডাক্টিভ জার্নিতে কন্সিসন্টেন্ট হওয়া যায়—এটি তার প্র্যাক্টিক্যাল ফ্রের্মওয়ার্ক দিবে আপনাকে।
ড্রিম-গোল-প্যাশন টেস্টিং, রিফাইনিং, গোল সেটিং স্ট্র্যাটেজি; প্রোডাক্টিভিটি হিটম্যাপ; প্রোডাক্টিভ হ্যাবিটস ট্রি; ম্যাজিক অব ওয়ান আওয়ার স্টাডি; ওয়ার্ক স্ট্রেস মোকাবেলা এবং সময় নিয়ন্ত্রণে টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স; মান্থলি, উইকলি প্রিভিউ, রিভিউসহ এতে আছে ৩০ দিনের ডেইলি প্রোডাক্টিভ টু-ডু মেকার এবং চেকলিস্ট। এই প্ল্যানারটির মধ্য দি্যে আপনার প্রতিদিনেরজার্নি শুরু হবে লক্ষ্যমুখি এবং শেষ হবে একটু একটু অর্জনের মধ্যে দিয়ে।
যারা কেবল স্বপ্ন নয়, ফ্যান্টাসি কিংবা উইশ নয়—সত্যিকার অর্থেই সময়াবদ্ধ লক্ষ্যমাত্রা, লক্ষ্য অর্জনে তাগাদা এবং প্রোডাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তায় বিশ্বাস করেন, তাদের জন্য প্রোডাক্টিভ মুসলিম/মুসলিমাহ প্ল্যানার হতে পারে একটি কম্প্রিহেন্সিভ প্রোডাক্টিভ লাইফ মেনুয়াল। স্টেপ বাই স্টেপ প্রতিটি দিনকে মাস্টারপিসে রূপ দেয়ার মধ্য দিয়ে আত্মিক, জাগতিক উভয় দিক দিয়ে ডেইলি প্রোডাক্টিভ লাইফ মেইন্টেইনে এটি আপনার জন্য বিশেষভাবে সহায়ক হবে, ইনশা-আল্লাহ। .
”Make Everyday Your Masterpiece” with Productive Muslim/Muslilam DAILY PLANNER With best wishes—Hamid Sirajy