পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা : ০১ টি।
কর্মস্থল : ঢাকা ও ঢাকার বাইরে।
অভিজ্ঞতা : ৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি/সমমান বা তদূর্ধ্ব।
ড্রাইভার-এর যোগ্যতাসমূহ—
ঢাকা ও এর আশেপাশের এলাকা এবং রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।
গুগল ম্যাপ চালানোর দক্ষতা থাকলে প্রাধান্য দেয়া হবে।
ট্রাফিক আইন সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।
যেকোনো পরিস্থিতিতে কাজ করা ও চ্যালেঞ্জ গ্রহণের মনোভাব।
প্রতিষ্ঠানের নির্দেশিত দায়িত্বসমূহ পালনের সদিচ্ছা থাকা।
ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী কাজ করার মানসিকতা।
প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সবার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ।
কম্পিউটার, এমএস অফিস প্রোগাম ও ইন্টারনেট ব্যবহারের মৌলিক ধারণা।
কঠোর পরিশ্রমের মনোভাব থাকা।
ইসলামি বই সম্পর্কে মৌলিক ধারণা বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।
প্রতিষ্ঠানের প্রয়োজনে যেকোনো স্থানে কাজ করার ইচ্ছা থাকা।
কমপক্ষে ১০ ঘণ্টা কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে।
ড্রাইভার-এর দায়িত্বসমূহ—
অফিসিয়াল প্রয়োজনে যেকোনো স্থানে নিরাপদে চলাচল নিশ্চিত করা।
নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে দায়িত্ব প্রাপ্ত গাড়ির পরিস্কার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ সঠিক ভাবে নিশ্চিত করা।
অফিস বা বাহিরে ডিউটিরত অবস্থায় গাড়ির সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করা।
নিরাপদ গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলা।
গাড়ি চালানো ছাড়াও অফিসের ভেতরে-বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অর্পিত দায়িত্ব সম্পাদন করা।
সময়মত যানবাহনের সার্ভিসিং এবং মেরামত নিশ্চিত করা।
অফিস ছুটির দিনে এবং অফিসের প্রয়োজনে যেকোনো সময় অফিস কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
গাড়িতে সব সময় জ্বালানী নিশ্চিত রাখা।
অফিসের সকল নিয়ম-কানুন মেনে চলা।
গ্যারেজ বা অফিস থেকে গাড়ি বের করার পূর্বে গাড়ির চাকা-সহ অন্যান্য যন্ত্রপাতি ঠিক আছে কিনা তা দেখা।
বেতন : ১৮,০০০ টাকা – ২২,০০০ টাকা। (দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)
অন্যান্য সুযোগ-সুবিধা—
১. দুটি ঈদ বোনাস।
২. একটি ইনসেন্টিভ।
৩. বাৎসরিক ইনক্রিমেন্ট।
৪. পিএফ।
৫. ইডিএফ।
৬. ডিএ (সফরে থাকাকালীন)।
৭. হালাল কর্মসংস্থানের সুযোগ।
৮. বই নিয়ে দেশের প্রথম সারির প্রকাশনীতে কাজ করার সুযোগ।
যাদের আবেদনের প্রয়োজন নেই—
১. প্রার্থীর স্বাস্থ্য কঠোর পরিশ্রমের অনুপযোগী হলে অথবা, প্রার্থী কঠোর পরিশ্রমে অনাগ্রহী হলে।
২. নিয়মিত জার্নি করতে সমস্যা থাকলে।
৩. কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে।
৪. ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলায় সচেষ্ট না হলে।
৫. স্বল্পমেয়াদে কাজ করতে চাইলে।
৬. মোবাইল বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় আসক্তি থাকলে।
৭. পার্ট-টাইম কাজ করতে চাইলে।
৮. ধূমপান বা অন্যকিছুতে আসক্ত হলে।
[লাইসেন্সের স্ক্যান করা পিডিএফ/ছবি আপলোড করতে হবে।]
নিয়োগ-প্রক্রিয়ার ধাপসমূহ—
১ম ধাপ:
প্রাথমিক পর্যালোচনার মাধ্যমে প্রার্থীদের জীবনবৃত্তান্ত বা সিভি নির্বাচন করা হবে।
২য় ধাপ:
আবেদনকারীদের মধ্য হতে কেবল প্রাথমিকভাবে নির্বাচিতদেরকে লিখিত পর্যায়ের নিয়োগ-কার্যক্রমের জন্য প্রবেশপত্র দেওয়া হবে।
৩য় ধাপ:
লিখিত পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীগণ ওই দিনই নিয়োগ-কার্যক্রমের মৌখিক পর্যায়ের ১ম ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন।
৪র্থ ধাপ:
উভয় পর্যায়ের ফলাফলের ইতিবাচকতার ভিত্তিতে নিয়োগ-কার্যক্রমের মৌখিক পর্যায়ের ২য় কিংবা চূড়ান্ত ধাপে অংশগ্রহণপূর্বক নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ সম্পন্ন হবে।
বিশেষ দ্রষ্টব্য : উক্ত পদে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। কেবল গুগল ফরমে সিভি ও অন্য তথ্যাদি সংযুক্ত-করা প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে। মেসেঞ্জারে বা অন্য কোনো উপায়ে পাঠানো সিভি অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
আবেদন এর সময় বাকী আছে
- 00Days
- 00Hours
- 00Minutes
- 00Seconds